রাসেদ বিল্লাহ চিশতীঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশে অবৈধ ইউনুস সরকারের অপসারণ
ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্ভট মামলা প্রত্যাহারে বাংলাদেশ দূতাবাসের সামনে ফ্রান্স আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশীদের উদ্যেগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২২ এপ্রিল) মঙ্গলবার দুপুরে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সমস্ত বাঙালীরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে বজ্র কন্ঠে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও প্রচার প্রকাশনা সেল প্রধান অমিত চৌধুরী মারুফসহ ফ্রান্স আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ।
উত্তেজিত নেতারা বলেন, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কণ্যা ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা পরিহার করে যতদ্রুত সম্ভব ইউনুসকে পদত্যাগ করতে হবে।
প্রতিবাদ সমাবেশে দায়েরকৃত প্রহসনমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দূতাবাসে স্মারকলিপি প্রদান করেন ফ্রান্স আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের বিভিন্ন স্তরের কর্মীসমর্থক ও নেতৃবৃন্দের ঢল নামে। সমস্ত বাঙালীরা অবৈধ ইউনুস সরকারের প্রতি অনাস্থা প্রদান করেন।