এই কলম লিখতে আরাম দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব।
আমরা নিয়ে আসছি ন্যাচারাল হাইজেনিক পরিবেশ বান্ধব কলম।
এই কলম ব্যবহার করা শেষ হলে বাসা বাড়ী, ফুলদানী, টবে অথবা বাড়ীর আঙিনায় ফেলে রাখুন।
এই কলম সম্পূর্ণ কাগজের তৈরি।
এই কলমের ভিতরে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফুল ও সবজির বিজ। এই কলম ব্যবহার করার পরে মাটিতে ফেলে দিলে ২/৩ দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে যা পরিবেশের কোন ক্ষতি হবেনা এবং কয়েক দিন পরেই ৭/৮টি বিভিন্ন ধরনের চারা বের হয়ে আসবে। যারা পরিবেশ রক্ষা হিসেবে কাজ করে।
ন্যাচারাল হাইজেনিক বলপেন ব্যবহার করুন, পরিবেশ রক্ষাতে এগিয়ে আসুন।